ইমরুল এখন নির্ভার

ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
ইমরুল এখন নির্ভার

ইমরুল কায়েস

বিপিএলে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরের মধ্যে চারটিতেই (২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৩) শিরোপা জিতেছে তারা। এর মধ্যে শেষ তিন আসরে দলটির অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। এবারও কুমিল্লা ধরে রেখেছে ৩৬ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যানকে। তবে নেতৃত্বের ঝাণ্ডা তুলে দিয়েছে লিটন দাসের হাতে।

নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়ে গতকাল ইমরুল বলেন, ‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। আপনি দেখছেন ও সম্প্রতি বাংলাদেশের হয়ে যে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে, ও ওর কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। আমার মনে হয়, লিটনের মাথা এবং সবকিছু ভালো; ও খুব ভালোভাবে সামলাতে পারে। আমি আশা করি এ দলেও (কুমিল্লা) ভালো করতে পারবে।’

এর আগে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন অধিনায়কত্ব ইস্যুতে বলেছিলেন, ‘ইমরুল আমাদের জন্য যথেষ্ট করেছে এবং কুমিল্লাকে তিনটা ট্রফি এনে দিয়েছে। কুমিল্লাও তাকে যথেষ্ট দিয়েছে সবদিক থেকে। আমি মনে করি, শীর্ষে থাকতে থাকতে একজনকে সরে যাওয়া উচিত। আমরা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে থেকে কাজ করি।’

অধিনায়ক না থাকায় ইমরুল এখন নির্ভার। চাপমুক্ত। ব্যাটিংয়ের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। পাশাপাশি নতুন অধিনায়ককে সব ধরনের সহযোগিতাও করবেন তিনি। ইমরুল বলেন, ‘অধিনায়ক থাকলে অনেক কিছু মেটার করে। দলে ভূমিকাটা আমার আলাদা থাকে। একেক দিন একেক রকম ভূমিকা পালন করতে হয়। এখনো আমি চেষ্টা করব একইভাবে। মাঠের ভেতরে তো একটু ফ্রি থাকা যায়, কারণ এত পরিকল্পনা করতে হয় না। লিটন সবকিছু দেখে। ওদিক থেকে তো একটু ফ্রি থাকা যায়।’

ইমরুলের নেতৃত্বে কুমিল্লা তিনটি শিরোপা জিতেছে। তবে অতীতে কী হয়েছে তা নিয়ে পড়ে থাকলে চলবে না। ভবিষ্যতের কথা ভেবে কুমিল্লা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন ইমরুল। তিনি বলেন, ‘এখানে কী অর্জন করেছি, মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয়, কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।