সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইউনিফর্ম ও ব্যাগ বিতরণ করলো ঢাকা ক্লাব

অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৪, ১৮:০০
শেয়ার :
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইউনিফর্ম ও ব্যাগ বিতরণ করলো ঢাকা ক্লাব

সামাজিক দায়বদ্ধতার আওতায় জুম বাংলাদেশ স্কুলের ২০০ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা ক্লাব। 

আজ সোমবার দুপুর দেড়টায় ঢাকা ক্লাব প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইউনিফর্ম ও ব্যাগ বিতরণ করলো ঢাকা ক্লাব

অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালক সি.এস.আর মজিবুর রহমান মৃধা, জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক দিপু ও ঢাকা ক্লাব পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ক্লাব সব সময় এ জাতীয় সামাজিক কার্যক্রম করে থাকে।