ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৪, ১৬:২২
শেয়ার :
ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাধন রোমাজিও (৩৫) নামের কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে হাসপাতালে আনা হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, সাভার মডেল থানার মাদক মামলায় বন্দী ছিলেন বাধন রোমাজিও। তার বাড়ি সাভারের কমলাপুর মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম পরিমল রোমাজিও।