ফরিদপুরে ছাদ থেকে লাফ দিয়ে এক চক্ষু বিশেষজ্ঞের আত্মহত্যা
ফরিদপুরের ঝিলটুলী এলাকায় ওয়াসিত্ব টাওয়ারের বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক চক্ষু বিশেষজ্ঞ আত্মহত্যা করেছেন। তার নাম পিরোজা বেগম। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডা. ফিরোজা বেগম ফরিদপুরে অবস্থিত জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন দাসের স্ত্রী।
পুলিশ ও স্বজনেরা জানান, আজ সকালের নাস্তা খেয়ে ডা. ফিরোজা বেগম তার বাস ভবনের ছাদে যান। পরে পার্শ্ববর্তী মানুষের চিৎকারে ঘরের বাইরে এসে পরিবারের স্বজনরা এ ঘটনা দেখতে পান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
কোতয়ালী থানার পরিদর্শক মো. গাফফার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।