টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর
আগামী ৩০ জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ লোকসানি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের আয় কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে চিন্তা করতে হবে। টেশিসে যারা কর্মরত আছেন তাদেরও কিন্তু লোকসান একটি লজ্জার ব্যাপার। তারা এমন একটি প্রতিষ্ঠানে আছেন যেখান থেকে সরকারকে কিছু দিতে পারছে না, দেশকে কোনো কিছু দিতে পারছে না। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে প্রতিবছর কোটি কোটি টাকা লস হচ্ছে আর বসে বসে বেতন নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে।’
তাই সবার সম্মিলিত উদ্যোগ নিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সময়, অর্থ, শ্রমের অপচয় রোধ করে কঠিন চ্যালেঞ্জে মাত্র ৫ মাসেই এ প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখবে বলে আশা করেন জুনাইদ আহমেদ পলকের।
তিনি আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা ডিজিটাল দেশ পেয়েছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আজ আমাদের আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় হচ্ছে এক দশমিক নয় বিলিয়ন ডলার। পাশাপাশি আমরা এই সেক্টরে ২০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করেছি। দেশের ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করা হয়েছে। পাশাপাশি দুই হাজার পাঁচ শত সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করে জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিয়েছি। ’
‘প্রধানমন্ত্রী আমাদের সামনে যে নতুন রুপকল্প দিয়েছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার রপ্তানি আয় বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা ও কর্মসংসংস্থান সৃষ্টি করা- এই তিনটি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এগুলোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, অর্থের অপচয় রোধ করতে হবে, সম্পদের সদ্ব্যবহার করতে হবে’, যোগ করেন প্রতিমন্ত্রীর।
এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটির এমডি জাফর উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।