নাটোরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শীতের তীব্রতা বৃদ্ধির কারণে নাটোরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গতকাল রবিবার রাতে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আবু নাছের ভুইয়া বলেন, শৈত্যপ্রবাহের কারণে আজ সোমবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কায় নাটোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, গত রাত ১২টার সময় জেলা শিক্ষা কর্মকর্তার ফেসবুকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা পেয়ে সকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, আজ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
একই সঙ্গে বিদ্যালয়ের ওয়েবসাইটে ও বিদ্যালয়ের মূল ফটকে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আব্দুল মতিন।
শিক্ষার্থীরা জানান, গতকাল এই নোটিশ জানানো হলে আজ আর কষ্ট করে বিদ্যালয়ে আসতে হতো না। শীতের মধ্যেই এসে এখন বন্ধ জেনে আবার ফিরে যাচ্ছে তারা।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা জানায়, তীব্র শীত গত কয়েকদিন থেকেই অনুভূত হচ্ছে। বিদ্যালয় বন্ধ ঘোষণা আরও কয়েক দিন আগেই দেওয়া উচিত ছিল। হঠাৎ রাতে ফেসবুকে জানানো হলেও তাদের কোনো ম্যাসেজ বা নোটিশ করা হয়নি। তাই তীব্র শীত উপেক্ষা করেই বাচ্চাদের নিয়ে বিদ্যালয়গুলোতে উপস্থিত হতে হয়েছে। এখন বিদ্যালয় বন্ধ জেনে আবার ফিরে যেতে হচ্ছে।
নাটোরের লালপুর উপজেলায় সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নাটোর শহরের আশেপাশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।