ফের কুড়িগ্রামে প্রাথমিক-মাধ্যমিক স্কুল বন্ধ
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় ফের জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ।
আজ রবিবার সকাল ৯টায় রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘আজ কুড়িগ্রামের তাপমাত্রা ৯ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে গত দুই দিন ধরে কিছুটা তাপমাত্রা বাড়লেও আজ আবার তাপমাত্রা কমায় জনভোগান্তি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।’
এদিকে ঠাণ্ডার প্রভাব না কমায় শ্রমজীবী নিন্মআয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার জেনারেল হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত ১২ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডেও শিশু ও বৃদ্ধ প্রায় অর্ধশতাধিক ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শহরের শাপলা চত্বরে মোটরসাইকেল চালক রাজু মিয়া বলেন, ‘কুয়াশার কারণে বাইক চালানো যাচ্ছে না। তবুও হেডলাইট জ্বালিয়ে কাজের প্রয়োজনে চালিয়ে আসতে হচ্ছে।’
এদিকে, টানা শৈত্যপ্রবাহে বোরো বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকদের। বিলম্বিত হচ্ছে চলতি বোরো মৌসুমে জমিতে সেচসহ বোরো বীজ লাগানো।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘বীজতলা ক্ষতি যাতে না হয় সেজন্য কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়াসহ কুয়াশা সরিয়ে নিতে পাতলা কঞ্চি দিয়ে কাজ করতে বলা হয়েছে।’