চিকিৎসকদের আয়কর রিটার্নের প্রমাণ দাখিলের আদেশ বিএমডিসির
চিকিৎসকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ অনলাইনে আপলোড করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
আজ রবিবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জারি করা আদেশে আয়কর আইন ২০২৩-এর ধারা ২৬৪ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত নিবন্ধন পাওয়া মেডিকেল চিকিৎসক/ডেন্টাল চিকিৎসকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিএমডিসির অনলাইন পেমেন্ট সিস্টেমে লগইন করে ই-টিআইএন সার্টিফিকেট এবং গত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?