চীনের অর্থছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪, ১৬:০৪
শেয়ার :
চীনের অর্থছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীন প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই আশার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুতি রয়েছে। চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে বলে আমি আশা করি।’

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থমন্ত্রী আমাদের পুরোনো বন্ধু। তিনি আগে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও তিনি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়েছেন।’

চীনের অর্থছাড়ে এত ধীরগতির কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় আলোচনা করে উভয়ের লাভের জন্যই কাজ করি। বাংলাদেশের আর্থিক খাতের কাজ এগিয়ে নেওয়ার জন্য বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করব।’