বাড্ডায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাড্ডায় এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তার নাম মোছা. জান্নাতুল ইসলাম, বয়স (১৮)। আজ রবিবার সকাল ৯টার দিকে পূর্ব বাড্ডা ৩নং রোডে নাজমার বাড়ির ২ তলা ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
মৃতার বাবা মো. কাউসার আলম বলেন, ‘আড়াই বছর পূর্বে জাপান প্রবাসী মো. সাইফ আহমেদ সজলের সঙ্গে তার মেয়ের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তার শশুর বাড়ির লোকজন (শাশুড়ি ও স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) মেয়েকে মানসিক নির্যাতন করতো। এ সব কারণে মেয়ে আমার কাছেই থাকতো। গতকাল রাতে মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। তার স্বামী তাকে বলে তুই মরে যা। সকালে আবারও ফোন দিলে তার স্বামী আর ফোন ধরেনি। এ কারণে অভিমানে সকালে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মৃতা জান্নাতুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী গ্রামের এসি মিস্ত্রি মো. কাউসার আলমের মেয়ে। একই থানার বাসিন্দা জাপান প্রবাসী মো. সাইফ আহমেদ সজলের স্ত্রী। তিনি পূর্ব বাড্ডার ০৩ নং রোডের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।