এক সিনেমাতেই শাহরুখ-দীপিকাকে পেছনে ফেললেন এই নায়িকা
বলিউডে জনপ্রিয় সেলিব্রিটিদের কথা বললেই মনে আসবে শাহরুখ খান, আমির খান, সালমান খান, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের নাম। কিন্তু বড় বড় এই সুপারস্টারদের পেছনে ফেলে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এক তরুণ অভিনেত্রী। তিনি আর কেউ নন, উঠতি অভিনেত্রী মেধা শঙ্কর। গত অক্টোবরে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘টুয়েলভথ ফেইল’- এর নায়িকা তিনি।
ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে বলছে, প্রতি সপ্তাহে সেলিব্রিটিদের পর্যায়ক্রমিক তালিকা প্রকাশ করে আইএমডিবি ইন্ডিয়া। ইন্টারনেট মুভি ডেটাবেসের গত ১৬ জানুয়ারি প্রকাশিত জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় রয়েছে মেধা শঙ্করের নাম।
তালিকায় শুধু তার নামই ওঠেনি; ভারতীয় সব সুপারস্টারকে পেছনে ফেলে তিনিই এখন দেশের সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয়তার নিরিখে একেবারে শীর্ষে মেধা শঙ্কর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গত অক্টোবরে নায়িকার মুক্তিপ্রাপ্ত ছবি ‘টুয়েলভথ ফেইল’ সুপারহিট হয়েছে। মাত্র একটি ছবি সুপারহিট হওয়ার পরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি সিনেপ্রেমীদের হৃদয় জয় করেই চলেছে। তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে চর্চা থামছেই না। আর সেই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন মেধা।