ট্রেনে কাটা পড়ে রেলওয়ের নিরাপত্তাকর্মী নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৪, ১৪:১২
শেয়ার :
ট্রেনে কাটা পড়ে রেলওয়ের নিরাপত্তাকর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের নিচে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য) নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন রবি। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিম খন্দকার বলেন, ‘রাতে কুয়াশার জন্য রেললাইন ভালোভাবে দেখতে না পাওয়ায়, সেই সময় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের নিচে কাটা পরে রবিউল মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’