গুলশান জগার্স সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
লালমনিরহাটে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গুলশান জগার্স সোসাইটি। আজ শনিবার সকালে গুলশান জগার্স সোসাইটির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন এবং উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান সুজন উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে গুলশান জগার্স সোসাইটি। ছবি: সংগৃহীত
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়াও গুলশান জগার্স সোসাইটির পক্ষে মানিক দাস এবং আশ্রাফ হোসেন টিংকু ও ক্রাউন সিমেন্টের রিজিওনাল হেড রাকিবুল হাসান রাব্বি উপস্থিত ছিলেন।
গুলশান জগার্স সোসাইটি সব সময় অনুরূপ সামাজিক কার্যক্রম করে থাকে।