ফেরি উদ্ধারে চলছে ‘এয়ার লিফটিং ব্যাগ’ স্থাপন
পাটুরিয়ায় ফেরি রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার ঘটনায় টানা চতুর্থ দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি উদ্ধারের কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘গতকাল শুক্রবার আড়াইটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফেরি রজনীগন্ধা উদ্ধারে প্রথমে এয়ার লিফটিং ব্যাগ ডুবন্ত ফেরির নিচে স্থাপন করার চেষ্টা চলছে। পরে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ডুবন্ত ফেরিটি জাগিয়ে তোলার চেষ্টা করা হবে।’
এর আগে, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে তিনটি ট্রাক উদ্ধার করেছে। এখনও ফেরির ভেতর আরও ৬টি ট্রাক রয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ফেরিতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে রয়েছে নৌবাহিনী, ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘নৌবাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’র অর্ধশতাধিক ডুবুরি জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করছে। প্রচুর শীত ও কুয়াশার ঘনত্বের কারণে পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না।’
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধার নামের ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়।