যে কারণে শিল্পী সমিতি থেকে পদত্যাগ চাইলেন সাইমন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। আজ শনিবার সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন সাইমন নিজেই।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে মত পার্থক্য থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’
চলচ্চিত্র শিল্পী সমিতিকে দেওয়া চিঠিকে সাইমন লিখেছেন, ‘সম্প্রতি সমিতির নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চিঠিতে আরও উল্লেখ করেছেন, ‘এছাড়া আমার অভিনীত “শেষ বাজি” চলচ্চিত্রটি মুক্তির দিনেই নিয়ম নীতি না মেনে বিদেশি আরও একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব বিষয় নিয়ে মত পার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অবাক হই বারবার এটা ভেবে যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ক্ষেত্রে আমরা স্বনির্ভর হবার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চলচ্চিত্র শিল্পে ক্রমাগত পরনির্ভরশীল হচ্ছি, বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান রইল। আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট