যারা রেলে আগুন দেয় তারা রাজনৈতিক সন্ত্রাসী: রেলপথ মন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারী ২০২৪, ১৬:০৪
শেয়ার :
যারা রেলে আগুন দেয় তারা রাজনৈতিক সন্ত্রাসী: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলে আগুনের পিছনে যারা, তারা রাজনৈতিক সন্ত্রাসী। এরা জীবনহানি ঘটায়, মানুষকে পোড়ায়। মানুষকে পুড়িয়েতো ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু এরা সন্ত্রাস করে রাজনীতিকে কলুষিত করছে।

আজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস কোনোভাবেই জনগণ সমর্থন করে না। এ কাজ চালাতে থাকলে তারা জীবনে রাজনৈতিকভাবে সফলতা পাবে না।

রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা নিয়ে তার পরিকল্পনা বলতে গিয়ে বলেন, রাজবাড়ীতে সর্ববৃহৎ রেল মেরামত কারখানা নির্মাণ করা হবে। রেলের শহরের যে নাম ছিল, সেটা বাস্তবায়ন হবে। রাজবাড়ীতে রেলওয়ের কোয়ার্টার, জমি বেদখল হয়ে আছে। খুব জোড়ালোভাবে উদ্ধার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দাবি মেনেই এ সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস, রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির, রাজবাড়ী জেলা কারাগারের সুপার মো. আব্দুর রহিম প্রমুখ।