ভালো নেই সামিনা চৌধুরী
ভালো নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। পা মচকে গেছে তার। বর্তমানে ক্রাচে ভর করে হাটাচলা করতে হচ্ছে তাকে। তবে কিভাবে পা মচকেছে- তা জানাননি এই কণ্ঠশিল্পী।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন সামিনা চৌধুরী। ভিডিওতে দেখা যায়, তিনি দুটি ক্রাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ক্যাপশনে লিখেছেন, ‘পা টা আবার মচকালো।’ তার মানে, এর আগেও গায়িকার পা মচকেছিল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সামিনা চৌধুরীর এমন পোস্ট দেখে ভক্তরা অনেকটাই ব্যথিত। তার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’