বাকপ্রতিবন্ধী নারীর সফলতার গল্প
রূপবতী মৌনতা সবার কথা শুনতে ও বুঝতে পারলেও বলতে পারে না। সে নিজের ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে পড়ায়। স্কুলে আসা-যাওয়ার পথে কায়েস মৌনতাকে দেখে ভালোবেসে ফেলে। কায়েস একদিন মৌনতার সঙ্গে সাক্ষাৎ করে। সেদিন মৌনতা কোনো কথা বলে না। কায়েস ভাবে সে দুষ্টুমি করছে। পর মুহূর্তেই কায়েসের প্রহসন ভাঙে। কিন্তু কায়েস তার ভালোবাসার মূল্য দিতে চায়।
অন্যদিকে মৌনতার বাবা-মা তার বিয়ের জন্য অনেক পাত্রই দেখে। কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ বিয়ে করতে চায় না। এদিকে কায়েসের পরিবারও মৌনতার কথা শুনে তাকে বউ করে নিয়ে আসতে রাজি হয় না। কায়েস এতবড় চাকরি করা সত্ত্বেও একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে! এ কথা শুনে তার বন্ধুরা বিদ্রুপ করে, কিন্তু কায়েস নাছোড়বান্দা। সে যে কোনো উপায়েই তার ভালোবাসার মূল্য দিতে চায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মৌনতার কাজের স্বীকৃতিস্বরূপ বিদেশী সংস্থা থেকে পাওয়া অ্যাওয়ার্ড নিয়ে সব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাকে নিয়ে সবাই গর্ববোধ করে। কায়েসও তার হাতটি শক্ত করে ধরে। এভাবেই এগিয়ে যায় ‘মৌনতার মন ভাঙে না’ নাটকের গল্প।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
রাজীব মণি দাসের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে অভিনয় করেছেন আব্দুল বারী, শায়লা আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, সুজাত শিমুল, আসমা শিউলি, ফরহাদ হায়দার ও নিথর মাহবুব। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নাটকটি প্রচার হবে আজ শনিবার রাত ৯টায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’