যাত্রীর মৃত্যু, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ০৯:৩৩
শেয়ার :
যাত্রীর মৃত্যু, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

কুয়েত থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলকাতা বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

গতকাল শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের ওই ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল। এর মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।