আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল সাড়ে ১০টায় দিয়াবাড়িতে এমআরটি লাইন ৬-এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠান হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:
দুপুর ১২টায় পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উপলক্ষে সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ভূমিমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা ৩টায় ডুমুরিয়া যুবসংঘ মাঠে মাধ্যমিক স্কুল পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এরপর বেলা সাড়ে ৩টায় ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে ডুমুরিয়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
অর্থমন্ত্রীর কর্মসূচি:
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই শ্লোগানে পর্দা উঠবে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ডিসিসিআই’র কর্মসূচি:
সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দুপুর ১২টায় মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালে ডিসিসিআইর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা সম্পর্কে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
রিজভীর কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঈন খানের কর্মসূচি:
বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলের দ্বিতীয় তলায় আলোচনার সভার আয়োজন করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এরপর বেলা ৩টা আব্দুস সালাম হলের তৃতীয় তলায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কর্মসূচি:
স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে লক্কর-ঝক্কর বাস বাস উচ্ছেদ করে নতুন করে ৫ হাজার উন্নত বাস নামানোর দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাজার মনিটরিং কর্মসূচি:
বাড্ডা বাজারে বেলা ১১টায় বাজার মনিটরিং করবেন তদারকি টিম ১- এর প্রধান খাদ্যমন্ত্রণালয়ের উপসচিব ড. জয়নাল আবদিন। একই সময়ে মিরপুর শাহ আলী বাজারে মনিটরিং করবেন তদারকি মিম ২- এর প্রধান খাদ্যমন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার।
শাকিব খানের কর্মসূচি:
কর্পোরেট জগতে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বেলা ১১টায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অনুষ্ঠানে শাকিব খান নিজেই উপস্থিত থেকে বিষয়টি জানাবেন।