কাউকে লুট করতে দেবেন না: সুলতানা কামাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৪, ১৯:৫৩
শেয়ার :
কাউকে লুট করতে দেবেন না: সুলতানা কামাল

সুনামগঞ্জের তাহিরপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধরিত্রি রক্ষায় আমরা’র (ধরা) উপদেষ্টামন্ডলীর সভাপতি সুলতানা কামাল

ধরিত্রি রক্ষায় আমরা’র (ধরা) উপদেষ্টামন্ডলীর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘কাউকে লুট করতে দেবেন না, কোনো লুটেরাদের সঙ্গেও যাবেন না। যারা ক্ষতি করে তাদের সঙ্গে যাবেন না, নিজেরা শক্ত হাতে সততার সঙ্গে নিজের সম্পদ রক্ষা করতে হবে। আমি, আমরা আপনাদের সঙ্গে আছি।’

 হাওর, নদী ও কৃষি জমি রক্ষার দাবিতে আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বারেকটিলাসংলগ্ন বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে পাড় কাটা নিয়ে সুলতানা কামাল বলেন, ‘এই অঞ্চলে জীবিকা উপার্জনের সুযোগ তৈরি করে দেয়, অপার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এ জায়গার কোনো ক্ষতি করতে দেওয়া যাবে না।’

 তিনি বলেন, ‘প্রকৃতির যা কিছু আছে, যত সম্পদ আছে সব কিছুর মালিক জনগণ।  সরকারের কাছে তা আমানত হিসাবে রাখা হয়েছে, তা যেন সমানভাবে বণ্টন করে দেয়। আমাদের সম্পদ কারা এসব করছে, লুটেরাদের হাত অনেক লম্বা। তারা পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে, হয়রানি করবে। এটা সব জায়গায় হচ্ছে।’

 ধরা এবং বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ (ইউপি) যৌথভাবে এ জনসভার আয়োজন করে। বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ধরার আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফ জামিল, তাহিরপুর সদর ইউপির চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরী ইউপির চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউপির চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।