কথা রাখলেন সুমন, খোয়াই নদী পরিস্কার করে করলেন গোসল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৪, ১৯:৪১
শেয়ার :
কথা রাখলেন সুমন, খোয়াই নদী পরিস্কার করে করলেন গোসল

চুনারুঘাটের মরা খোয়াই নদীর আবর্জনা পরিস্কার করে নদীর পানিতে গোসল করে প্রতিশ্রুতি রক্ষা করলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ সায়েদুল হক সুমন। আজ শুক্রবার সকালে সুমনের নেতৃত্বে নদীর আবর্জনা পরিস্কার কাজ শুরু করেন বিডিক্লিন নামের একটি সংগঠনের ৬০০ সদস্য। পরে নৌকায় করে গিয়ে সুমন নদীর পানিতে ঝাঁপ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সুমন কথা দিয়েছিলেন নির্বাচিত হলে শপথ গ্রহণের পরদিনই মরা খোয়াই নদীর অবর্জনা পরিস্কারে নামবেন।  

বিডিক্লিন সেচ্ছাসেবকরা জানান, সুমনের প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শুক্রবার সকাল থেকে মরা খোয়াই নদীর আবর্জনা পরিস্কারে নামেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে ১২টি দলে প্রায় ৬০০ সদস্য নদীটির আবর্জনা পরিস্কার কাজে অংশ নেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে শপথ বাক্য পাঠের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেন। প্রচন্ড শীত উপেক্ষা করে নদীতে নেমে বিকেল ৪টা পর্যন্ত শ্রম দেন তারা। গত ১৪ জানুয়ারি সুমনের অনুসারী তাজুল বাহার তার সঙ্গীদের নিয়ে এ কাজের সূচনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ১১টি বিশেষ বাসে দেশের বিভিন্নস্থান থেকে বিডিক্লিনের সদস্যরা চুনারুঘাটে আসেন। কাজ শুরুর আগে সংগঠনটির স্লোগান, থিম সং ও দেশাত্মবধক গান গাওয়া হয়। এর পরেই সদস্যরা নদী পরিষ্কারের কাজে ঝাপিয়ে পড়েন। এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে কোনো প্রকার অলসতা ও সংকোচ দেখতে পাননি স্থানীয়রা। তাদের এ কার্যক্রম এলাকার জনসাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে।

সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘মানুষ যখন একত্রিত হয়, তখন এই দেশকে সোনার বাংলা বানাতে আর কেউ ঠেকাতে পারবে না। আমি ময়লা সরানোর প্রক্রিয়া শুরু করলাম, প্রথম কিছুদিন যাবে এই ময়লা সরাতে। তারপর শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ। মাধপপুর উপজেলাকে আমি পরিপূর্ণ পর্যটন নগরী বানাতে চাই, এই জন্য আমি সবার সহযোগিতা চাই।’