শিবালয়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আরিচা বাজারে বাদল চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চেয়ারম্যান মার্কেট এলাকায় এক বৃদ্ধের লাশ পড়ে রয়েছে স্থানীয়দের দেওয়া এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশ বিষয়টি পিবিআই মানিকগঞ্জকে জানায়। এরপর পিবিআই’র একটি টিম ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধের ছবি ও হাতের আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পুষ্টিহীনতা ও বাধক্যজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ‘ওই বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’