ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪, ১৪:১৬
শেয়ার :
ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলে ১৪টি হুথি ক্ষেপণাস্ত্রের ওপর বিমান হামলা চালিয়েছে।

গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

গত সপ্তাহে মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী জাহাজ চলাচলে হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যৌথ বাহিনী, মিত্রদের সঙ্গে সমন্বয় করে, ইয়েমেনের অভ্যন্তরে হুথি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েক ডজন বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হয়েছিলো। আর এগুলো ছিলো ‘এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য সম্ভাব্য হুমকি।’

সেন্টকম-এর কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, ‘ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীরা অব্যাহতভাবে দক্ষিণ লোহিত সাগর ও আশপাশের জলপথে আন্তর্জাতিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের চলাচলকে বিপন্ন করে তুলেছে।’

তিনি বলেন, ‘আমরা নিরীহ নাবিকদের জীবন রক্ষায় এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবো।’

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অংশ থেকে, একবার ব্যবহারযোগ্য একটি ড্রোন, এডেন উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এবং পরিচালিত জাহাজ এম/ভি জেনকো পিকার্ডিতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের বাহিনী ওই হামলা চলিয়েছে।

হুথি হামলা শুরুর পর, প্রধান শিপিং কোম্পানিগুলো আফ্রিকা উপকূলের পাশ দিয়ে, দীর্ঘ ও ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। লোহিত সাগর হলো, ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই জলপথে প্রায় ১৫ শতাংশ নৌযান চলাচল করে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বুধবার দিনের শুরুতে সংবাদদাতাদের জানান, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হুথিদের সম্ভাব্য হামলা প্রতিরোধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।