শুক্রবার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বেলা সাড়ে ১১টায় পূর্ব বাসাবোর প্রিন্স গার্ডেন মাঠে এ কর্মসূচি শুরু হবে।
বিএনপির কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় তারা মাজারে শ্রদ্ধা জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বাদ আসর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গণ অধিকার পরিষদের কর্মসূচি:
বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিকেলে সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
র্যাবের ব্রিফিং:
শরীয়তপুরের এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় টিকাটুলিতে র্যাব ৩- এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র্যাব ৩- এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
জাতীয় শিক্ষক ফোরামের কর্মসূচি:
‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান।