বিএনপির আমলে বন্ধ হওয়া লোকোসেড শিগগির চালু হবে: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৪, ২১:৪৫
শেয়ার :
বিএনপির আমলে বন্ধ হওয়া লোকোসেড শিগগির চালু হবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ী আগে থেকেই রেলের শহর। প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য রেলপথকে একটি লাভজনক প্রতিষ্ঠান করতে কাজ করব। রাজবাড়ীতে বিএনপির আমলে বন্ধ হয়েছিল লোকোসেড। এ লোকোসেড শিগগির চালু হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে রেলপথ মন্ত্রী করার পর রাজবাড়ীতে আমার প্রথম আগমন। মন্ত্রীর পদ দিয়ে তিনি আমাকে সম্মানিত করেছেন, এ সম্মান সারা রাজবাড়ীবাসীর।’

জমি দখল নিয়ে মন্ত্রী বলেন, ‘এক জমি তিনবার করে লিজ হচ্ছে। এগুলো করা যাবে না। আমাদের দলীয় লোকজন কেউ অন্যায়ভাবে কিছু করব না। রেলকে যেন একটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান করতে পারি।’

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য দেন।

অনুষ্ঠান শুরুর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মন্ত্রী জিল্লুল হাকিমকে সোনার নৌকা উপহার দেন।

এরআগে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ।