পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কারবালার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নজুর পুকুরে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী পুকুর থেকে তুলে দেখতে পান সদ্য জন্ম নেওয়া এক ছেলে নবজাতক। বাচ্চাটি জন্ম নেওয়ার পর রাতে কেউ পুকুরে ফেলে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত অপমৃত্যু মামলা হয়েছে।