খন্দকার মোশাররফের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৪, ২০:৪৮
শেয়ার :
খন্দকার মোশাররফের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হাসপাতালে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন আব্দুল মঈন খান। খন্দকার মোশাররফের দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ জুন অসুস্থ হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেনের মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। ২ মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন। গত ৫ ডিসেম্বর তাকে আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন তিনি।