প্রধানমন্ত্রীকে রাসিক মেয়রের অভিনন্দন
ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন এবং টানা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
গত মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর অভিনন্দন জানান রাসিক মেয়র লিটন ও মেয়রপত্নী শাহীন আকতার রেণী।
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, এ সময় প্রধানমন্ত্রী রাজশাহীবাসীর প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন।