বিয়ের পর পরমব্রতকে জড়িয়ে ধরে যে কথা বলেছিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:৫৫
শেয়ার :
বিয়ের পর পরমব্রতকে জড়িয়ে ধরে যে কথা বলেছিলেন স্বস্তিকা

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় গেল বছরের ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা জানান কাছের মানুষ ও অনুরাগীরা। তবে সমালোচনার ঝড়ও শুরু হয় নেটদুনিয়ায়। কারণ পিয়া সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাই নানাভাবে আক্রমণ করা হয় এই নবদম্পতিকে।

তবে পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করার পর সবচেয়ে বেশি ট্রলের শিকার হন সাবেক প্রেমিকা স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নিয়ে বেশ খেপেও ছিলেন স্বস্তিকা। কারণ, নারী হিসেবে তাঁকে নিয়ে যেটুকু লেখা হয়েছে, সেই তুলনায় পরমের স্ত্রী প্রিয়ার সাবেক স্বামী গায়ক অনুপমকে নিয়ে লেখা হয়নি। 

বিয়ের পর পরমব্রতের সঙ্গে সম্পর্ক কেমন, সেই বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে মুখ খুললেন এই অভিনেত্রী।

গত নববর্ষের পার্টির পর সৃজিত (মুখোপাধ্যায়) আর পরমের (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে একটা ছবি দিয়ে স্ট্যাটাসের কথা উল্লেখ করে স্বস্তিকা বলেন, ‘পরমের কথা ভাবলে ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়তো সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে ভালো থাকিস। ও-ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে (চক্রবর্তী) আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভালো লাগে ওকে। পরমকে বললাম, “ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।” কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়।’

এই সময় স্বস্তিকা আরও বলেন, ‘আমি আসলে তেমন মানুষই নই যে কাউকে জড়িয়ে ধরে “ভালো থাকিস” বলতে পারব না। কারও ভালো চাইতে কেন পারব না বলুন তো? আর কারও সঙ্গেই তো আমার মুখ দেখাদেখি বন্ধ বা যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। আমাদের পেশায় সেটা সম্ভবও নয়। কতজনের সঙ্গে তাহলে কাজ করব না বলুন? বাড়িতে বসে থাকতে হয় তাহলে।’