পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানে য় ছুটি ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৪, ১৩:৩৪
শেয়ার :
পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানে য় ছুটি ঘোষণা

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত ১০ দিন ধরে সূর্যের দেখা মেলেনি। রাভভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় একদিনের জন্য পঞ্চগড়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মূলত হিমালয়ের কাছে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এজন্য বেশি শীত অনুভূত হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক জানান, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।