বলিউড অভিনেত্রী এষার সংসারে ভাঙনের গুঞ্জন
বলিউডে দেওল পরিবারে একের পর এক সাফল্য দেখা দিয়েছে। বহু বছর পর বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম পক্ষের ছেলে সানি দেওল ও ববি দেওল বলিউডে নিজেদের পুরানো অবস্থান ফিরে পেয়েছেন। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক এমন সময়ই ধর্মেন্দ্র-হেমা মালিনীর মেয়ে এষা দেওলের ১১ বছরের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে।
গত বছর শোবিজের বেশিরভাগ অনুষ্ঠানে একাই এসেছিলেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় এষাকে একা দেখা গেছে। যদিও দেওল পরিবারের অনুষ্ঠানে এষাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েকমাস ধরেই নাকি এষার সংসারে অশান্তি দেখা দিয়েছে।
শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামী ভরত তখতানিকে। গুঞ্জন উঠেছে, এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে থাকছেন। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এষা ও ভরত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০১২ সালের জুন মাসে ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এষা দেওল। ২০১৭ সালে প্রথম মেয়ে রাধ্যার জন্ম দেন এষা। তার দুই বছর পর দ্বিতীয় মেয়ে মীরার জন্ম হয়। সাজানো-গোছানো সংসার ছিল। এবার সেটাই নাকি ভাঙতে বসেছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
২০১৯ সালে ‘কেকওয়াক’ শর্টফিল্ম দিয়ে বলিউডে দ্বিতীয়বার ক্যারিয়ার শুরু করেন এষা। এরপর আরও একটি শর্টফিল্ম ‘এক দুয়া’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী।