ঢামেক হাসপাতালে এক কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুর ইসলাম (৫০) নামে এক কারাবন্দী (হাজতি) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নুর ইসলাম বান্দরবান জেলার লামা থানা চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে। তিনি দুই ছেলে চার মেয়ের জনক ছিলেন। তিনি পেশায় চকরিয়া মাছের ঘেরে চাকরি করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা কর্তিপক্ষের নির্দেশেক্রমে গত ১২ জানুয়ারি ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের ছেলে মোজাহিদুল ইসলাম বলেন, তার বাবা কক্সবাজার চকরিয়া থানায় অস্ত্র মামলায় সাত মাস পূর্বে গ্রেপ্তার হয়েছিলেন। কক্সবাজার কারাগারে চার মাস পূর্বে ব্রেন স্ট্রোক করেছিলেন, সেখান থেকে তাকে চট্টগ্রাম জেলখানা হয়ে চিকিৎসার জন্য ডিসেম্বর ২১ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ জেলখানায় প্রেরণ করেছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?