বড় দুর্ঘটনা থেকে কিশোরীকে বাঁচালেন হাল্ক হোগান

আন্তর্জতিক ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪, ১২:৪৮
শেয়ার :
বড় দুর্ঘটনা থেকে কিশোরীকে বাঁচালেন হাল্ক হোগান

রেসলিং রিংয়ের জনপ্রিয় তারকা হাল্ক হোগান হয়ে গেলেন বাস্তবজীবনেরও হিরো। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ভালোবসার এই রেসলার গতকাল দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরীকে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় গাড়ি উল্টে যায় ওই কিশোরীর। কাছকাছি ছিলেন হাল্ক ও তার স্ত্রী। এরপর ছুটে যান সেখানে। ৭০ বছর বয়সী হাল্ক বের করে আনেন সেই কিশোরীকে। 

হাল্কের এই নায়কোচিত কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় শুরু হয়েছে। রেসলিংয়ের হিরো যেন বাস্তবের নায়কে পরিণত হয়েছেন। 

এক টুইটে হাল্ক জানিয়েছেন, দুর্ঘটনায় পড়ার আগে থেকেই তারা গাড়িটি লক্ষ্য করছিলেন। হঠাৎ খেয়াল করেন আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেটি গাড়িটি উল্টে যায়। ভেতরে আটকা পরে অল্পবয়সী একজন মেয়ে। বন্ধু ও স্ত্রীকে নিয়ে ছুটে যান হাল্ক। উদ্ধার করে আনেন মেয়েটিকে।

এই ঘটনায় কিংবদন্তী এই রেসলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মেয়েটি। বড় ধরনের আঘাত পায়নি সে। হাল্ক জানিয়েছেন, ‘সাহায্য করতে পেরে তিনি আনন্দিত।’

হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলোনা। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। ৯০ দশকে থেকে ২০০০ এর শুরুর দিকেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন প্রফেশনাল রেসলিংয়ে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে তাকে বিবেচনা করা হয়।