আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪, ০৮:৪৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মি. এডিমন গিন্টিং। সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

খাদ্যমন্ত্রীর ব্রিফিং:

ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিং করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিকেল ৪টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ ব্রিফিং হবে। 

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডি পিটার হাস। আর দুপুর ১টায় সাক্ষাৎ করবেন ঢাকায় অবস্থান করা ইইউর প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

কৃষিমন্ত্রীর কর্মসূচি:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সাক্ষাৎ করবেন। দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ হবে।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:

১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। দুপুর ২টায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন তিনি।

পুলিশের ব্রিফিং:

ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে গ্রেফতার ১১ জনকে নিয়ে প্রেস ব্রিফিং করবেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। দুপুর ১২টায় নিজ কার্যালয়ে এ ব্রিফিং করবেন তিনি।

মৎস্যজীবী দলের মানববন্ধন:

রাজধানীতে মানববন্ধন করবে মৎস্যজীবী দল। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হবে। এতে উপস্থিত থাকবেন সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল জয়নুল আবদীন ফারুক।

আওয়ামী লীগের কর্মসূচি:

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন:

কেন্দ্রীয় সম্মেলন করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বেলা ১১টা থেকে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলন শুরু হবে। এ সময় থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর), মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। সম্মেলনে নতুন সেশনের কমিটি ঘোষণা করা হবে।

ত্রাণ প্রতিমন্ত্রীের কর্মসূচি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সদর দফতরের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পরিদর্শন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান। সকাল ১০টায় পরিদর্শন শেষে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.) ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী।  

শিল্পমন্ত্রীর কর্মসূচি:

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠক করবে বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিনিধি দল। দুপুর সাড়ে ১২টায় শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক হবে।