জাল নোটসহ জামাই-শ্বশুর আটক
সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকাসহ মনসুর ও মিজান নামে প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
আটকরা হলেন, শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ইমাম আলী গাজীর ছেলে মনসুর আলী গাজী ও কালিগঞ্জ বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মিজানুর রহমান। তারা সম্পর্কে জামাই-শ্বশুর।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী জানান, ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আসমা বেগমের কাছ থেকে ভেড়া কেনার সময় জাল টাকা দেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন ওই দুই প্রতারক। পরে শ্যামনগর থানায় জানানো হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রামের সহজ সরল নারীদের টার্গেট করে তারা এ প্রতারণা করতেন। এর আগেও তারা একই ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) পিংকু মণ্ডল বলেন, চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।