আমি নিজেও অনুমোদনহীন হাসপাতালের ভুক্তভোগী: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৪, ১৭:২২
শেয়ার :
আমি নিজেও অনুমোদনহীন হাসপাতালের ভুক্তভোগী: স্বাস্থ্যমন্ত্রী

আমি নিজেও অনুমোদনহীন হাসপাতালের ভুক্তভোগী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এদিন সভার মধ্যেই সুন্নতে খতনা করাতে গিয়ে প্রাণ হারানো আয়ানের বাবা শামীম আহমদ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি দিতে আসেন।স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, ‘আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। ইতিমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘সারাদেশে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই অবৈধ প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। নিজেরাই যদি বন্ধ না করে তাহলে মন্ত্রণালয় কঠিন পদক্ষেপ নেবে।’

শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, ‘আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনা গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত বছর ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৩ ঘণ্টায়ও ৩৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ আড়াই কোটি সাধারণ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ টিকা দুইভাগে দেওয়া হবে। চলতি বছর এক কোটি ২৫ লাখ ডোজ এবং বাকি সোয়া কোটি দেওয়া হবে আগামী বছর। ইতোমধ্যে টিকার সংস্থান মিলেছে। বৈশ্বিক টিকার উদ্যোগ গ্যাভি থেকে এসব টিকা পাওয়ার কথা রয়েছে।’

এ সময় ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে পরিস্থিতির অবনতি ঠেকাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান মন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় শুরুতেই ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল। পরে স্বাস্থ্য শিক্ষা সচিব আজিজুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম অংশ নেন।