তাড়াশে শীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, শিশুর মৃত্যু
প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের তাড়াশে ডায়রিয়ার প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।
ভাদাস পূর্ব পাড়া গ্রামের শান্ত সরকার জানান, তার এক বছর বয়সী মেয়ে মীম ডায়রিয়া আক্রান্ত হলে প্রথমে তাকে তাড়াশ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া সজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মীম মারা যায়।
আজ মঙ্গলবার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গত এক সপ্তাহে ৫০ জন ডায়রিয়া আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ ছাড়া গত ১ মাসে জরুরি ও বহির্বিভাগে প্রায় চার শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন।
তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মূলত শীতকালে কখনও কখনও ডায়রিয়া ও নিউমোনিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। তবে এতে ভয়ের কিছু নেই। সরকারি হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডায়রিয়া আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।