নির্বাচনী প্রচারে নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪, ১৫:৩৮
শেয়ার :
নির্বাচনী প্রচারে নওয়াজ শরীফ

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত বছরেই নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন তিনি। দেশটির আদালত জানিয়েছেন, ভোটে অংশ নিতে বাধা নেই তার। সে অনুযায়ী শুরু করেছেন নির্বাচনি প্রচার।

চার বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন নওয়াজ। এরপর গত বছরেই দেশে ফেরেন তিনবারের প্রধানমন্ত্রী। চলতি বছরের ৮ জানুয়ারি পাকিস্তানের আদালত জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, আপিল আদালতে তা খারিজ হয়েছে।

এরপর গতকাল সোমবার মেয়ে মরিয়াম নওয়াজের সঙ্গে প্রচারে নামেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এই নেতা। শরীফের এবারের প্রচারের মূল অঙ্গীকার-‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে।’

চরম মূল্যবৃদ্ধির কবলে পাকিস্তান। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। প্রচারে নেমে মরিয়াম জানিয়েছেন, জিনিসের দাম কমানোই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য।