আমাদের নির্বাচন কমিশনের চোখ নাই, কানেও কম শোনে: ব্যারিস্টার খোকন

অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪, ১৪:৫৪
শেয়ার :
আমাদের নির্বাচন কমিশনের চোখ নাই, কানেও কম শোনে: ব্যারিস্টার খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আইনের দৃষ্টিতে এটি কোন নির্বাচনই হয়নি। ২ শতাংশ ভোট দিয়েছে, ৯৮ শতাংশ এটা বর্জন করেছে। সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নির্বাচন কমিশনকে পোষা একটা সংগঠনের মত ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওই পরাজিত আওয়ামী লীগ নেতারা, স্বতন্ত্র প্রার্থীরাও বলছে কিভাবে ভোট কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন কি অন্ধ? তারা অন্ধ হয়ে বসে আছে। আমাদের নির্বাচন কমিশনের চোখ নাই। তারা কানে কম শোনে, চোখেও কম দেখে।’

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘আওয়ামী লীগ আইন মানে না, সংবিধান মানে না। এই যে শপথ নিয়ে নিছে, কিভাবে শপথ নিলেন? সংবিধানে এর বৈধতা কোথায়? পূর্বের অবৈধ রাতের তিনশ’ এমপি, নতুন করে শপথ নিয়েছে আরও তিনশ’, এখন তো ছয়শ’ এমপি হয়ে গেলো। মেয়াদ শেষের ১৯ দিন আগে শপথ পড়ালেন কিভাবে?’