ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪, ১২:২৫
শেয়ার :
ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

সংগৃহীত ছবি

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড। একই সঙ্গে সিরিয়াতে আইএসের বিরুদ্ধেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্সটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে ইরানের মিত্ররা এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে উদ্বেগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটের কাছেই একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স। 

ইরানের রেভুলেশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, জায়োনিস্টদের সাম্প্রতিক হামলা এবং গার্ডের কমান্ডোদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। এ ছাড়া ইসরায়েলের সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরবিলে চালানো হামলাকে ‘কুর্দি লোকজনের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মুখ্যমন্ত্রী মাসরুর বারজানি। এক বিবৃতিতে কুর্দিস্তান সরকারের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, হামলায় অন্তত চার বেসামরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গত মাসে সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডারসহ তিন সদস্য নিহত হয়েছিল। সিরিয়ায় তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল।