গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
১৫ জানুয়ারী ২০২৪, ২০:১৪
শেয়ার :
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
ছবি : সংগৃহীত

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে গ্যাস সংযোগ বন্ধ করার পরই উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান।

তিনি জানান, নবনির্মিত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ করতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চলমান গ্যাসের সংকটের কারণে ও পর্যাপ্ত পরিমাণে গ্যাস না থাকায় একসঙ্গে দুইটি কারখানায় চালু রাখা সম্ভব নয়।

তিনি আরও জানান, যমুনা সার কারখানায় পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে। চলতি মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা নেই।

এর আগে গতবছরের ৫ সেপ্টেম্বর সকাল থেকে কারখানাটির ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন কারখানা কর্তৃপক্ষ। ৫৭ দিন পর নভেম্বরের ১ তারিখে কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়। তবে কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ১৭ নভেম্বর রাত ১টায় উৎপাদনে যায় কারখানাটি। 

জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গসহ ১৯ জেলায় যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়। বিভিন্ন সময় গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিদিন গড় উৎপাদন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিকটনে নেমে আসে। কারখানাটিতে প্রতিদিন ইউরিয়া সার উৎপাদন করতে গড়ে ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট চাপের গ্যাসের প্রয়োজন হয়।