জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে কল করুন: পলক
বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। পবিত্র রমজান সামনে রেখে ৩১ জানুয়ারির আগে এই সেবা চালু করা হবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে ‘বাজারদরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনয়ন’ সংক্রান্ত পরামর্শক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রযুক্তির মাধ্যমে বাজার মনিটরিং করা হবে। মোবাইল অ্যাপস ও জোনিং সিস্টেমে সঠিক তথ্য জানা যাবে। উৎপাদন, মজুত, বাজারজাত, বিপণন ও আমদানির উপাত্ত পৃথক ওয়েবসাইটে দেওয়া থাকবে।’
তিনি বলেন, ‘৩৩৩’ নম্বরে কল দিলে বাজারে বেশি দামের বিষয়টি জানা যাবে। যেকোনো নাগরিক ফোন করতে পারবেন। কেউ সরকার নির্ধারিত দরের বেশি নিলে ব্যবস্থা নেওয়া সহজ হবে। মূল্যের পার্থক্য জেনে সরকার ব্যবস্থা নেবে।’
এ সভায় বিভিন্ন স্টেকহোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?