ছেলের ছবি প্রকাশ করলেন জিৎ, জানালেন নামও

বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৪, ১৬:৪২
শেয়ার :
ছেলের ছবি প্রকাশ করলেন জিৎ, জানালেন নামও

গেল বছর অক্টোবরে পুত্রসন্তানের বাবা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। তবে সেসময় সন্তানের ছবি বা নাম কিছুই প্রকাশ্যে আনেননি টালিউডের এই তারকা। এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন। জানালেন নামও।

আজ সোমবার দুপুরে ফেসবুকে নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করার একটি ছবি পোস্ট করেন জিৎ। মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকতে দেখা যায় এই তারকাকে।


ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হ্যালো বলেছিল। চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দেই।’

এর আগে, গত সেপ্টেম্বর মাসে স্ত্রীর বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে বাবা হওয়ার খুশির খবর ভাগাভাগি করেন জিৎ। ফেসবুকে পোস্ট করা ছবিতে জিৎ, মোহনার সঙ্গে ছিলেন তাদের প্রথম সন্তানও। সেই ছবি পোস্ট করে জিৎ লিখেছিলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে। আমরা অপেক্ষা করছি, আমাদের অনাগত সন্তানের। সবার প্রার্থনা চাই।’

২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেতা। এই দম্পতির কন্যাসন্তান রয়েছে। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ।