আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সরকার প্রধান।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য মি. ফয়সল চৌধুরী। বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ , উপদেষ্টা পরিষদ ও অঙ্গসংগঠনের সঙ্গে যৌথ সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:
অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকার উদ্বোধন হবে। সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে খেলার উদ্বোধন করবেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রশিক্ষণার্থী কূটনীতিকদের সার্টিফিকেট দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর সাড়ে ১২টায় সার্টিফিকেট দেবেন তিনি। দুপুর ১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহিলা দল। বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ আরাফাতকে সংবর্ধনা:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে সংবর্ধনা দেয়া হবে। সন্ধ্যা ৬টায় রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।