৪ ঘণ্টা পর ঠাকুরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
৪ ঘণ্টা পর ঠাকুরগাঁও-পীরগঞ্জ-ঢাকা রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি পীরগঞ্জ স্টেশন ছেড়ে যায়।
এর আগে, আজ দুপুরে ঠাকুরগাঁওয়ের সুলতানপুরের দৌলতপুর পখিবাড়ি ব্রিজ এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। লাইন ক্লিয়ার না পাওয়ায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা থেকে পীরগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন বলেন, ‘সুলতানপুরের পখিবাড়ি ব্রিজের কাছে ৪৪২ নম্বর পিলার এলাকায় রেললাইনের এক পাশের কিছু অংশ ভেঙে যায়। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে। এ অবস্থায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস টেনটি দুপুর থেকে পীরগঞ্জ স্টেশনে অবস্থান করছিল। দীর্ঘ অপেক্ষার পর লাইন মেরামত হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন দুপুরের দিকে পীরগঞ্জে আসার পথে লাইন ভাঙার ঘটনা ঘটে।’