মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট মুইজ্জুর দলের হার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৪, ১৭:৩২
শেয়ার :
মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট মুইজ্জুর দলের হার

দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে কথা বলে আসছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতীয় সেনাদের বিতাড়িত করার হুঁশিয়ারিও দিয়েছেন একাধিকবার। তবে এবার গুরুত্বপূর্ণ এক নির্বাচনে তার দল হেরে যাওয়ায় চাপে পড়েছেন চীনপন্থী এই প্রেসিডেন্ট। 

মালদ্বীপের সংবাদমাধ্যম আভাসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুরুত্বপূর্ণ এক নির্বাচনে জয় পেয়েছে ভারতপন্থী নেতা অ্যাডাম আজিম। হেরে গেছে মুইজ্জুর দল। মালদ্বীপে ভারতঘেঁষা দল হিসেবে পরিচিত এমডিপি। তারাই সেদেশের বিরোধী দল। নির্বাচনে জিতে শহরটির মেয়র হলেন এই দলের অ্যাডাম। 

এতদিন এই পদে ছিলেন মুইজ্জু। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য পদত্যাগ করতে হয়েছিল তাকে। এবার সেই পদেই জয় পেয়েছে বিরোধি দলীয় নেতা। । 

মুইজ্জু ‘চীনপন্থী’ নেতা। সেদেশের দায়িত্ব পাওয়ার পরই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর নির্দেশ দেন তিনি। পাঁচদিনের চীন সফর সেরে শনিবারই দেশে ফিরেছেন তিনি। আর তার পরই তাকে বলতে শোনা যায়, ‘আমরা ছোট হতে পারি। কিন্তু সেজন্য আমাদের দাবিয়ে রাখার লাইসেন্স পেতে দেব না কাউকে।’

তবে ভারতপন্থী অ্যাডামের জয়ের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি মুইজ্জুর।