অফিসে এসে অর্থমন্ত্রী বললেন, ‘একটু সময় দিন’

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৪, ১৩:২৩
শেয়ার :
অফিসে এসে অর্থমন্ত্রী বললেন, ‘একটু সময় দিন’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রবিবার থেকেই প্রথম অফিস করছেন। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে সচিবালয়ে নিজের কার্যালয়ে আসেন 

নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না।’

অর্থমন্ত্রী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, ‘টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কি করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন।’

এর আগে সচিবালয়ে আসলে বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে নতুন অর্থমন্ত্রীকে বরণ করে নেন। এর পর তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। দুপুর ১২টার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আবুল হাসান মাহমুদ আলী।