পঞ্চমবার বিয়ে করছেন স্ত্রী, কষ্টে শরীরে আগুন দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৪, ১২:৫১
শেয়ার :
পঞ্চমবার বিয়ে করছেন স্ত্রী, কষ্টে শরীরে আগুন দিলেন যুবক

২০১৮ সালে এক নারীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুনীল লোহানি (৩৫) নামের এক যুবক। ওই নারীর চতুর্থ স্বামী ছিলেন তিনি। কিন্তু গত এক বছর ধরে তাদের মধ্যে অশান্তি শুরু হয় এবং আলাদা থাকতে শুরু করেন। গত সপ্তাহে সুনীল জানতে পারেন যে, তার স্ত্রী পঞ্চম বার বিয়ে করতে চলেছেন। আর সেই খবর পেয়ে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয় যুবকের। পরে বাড়ি ফিরে কষ্টে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুনীল।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন এমন একটি সংবাদ প্রকাশ করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের জুনি এলাকায়। গত সপ্তাহে এ ঘটনা ঘটলেও শনিবার যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং জাদোনে পিটিআইকে জানিয়েছেন, গত বছর থেকেই বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন সুনীলের স্ত্রী। যৌতুক নেওয়ার অপরাধে সুনীলের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন ওই নারী।

পিটিআই সূত্রে খবর, সুনীলের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে, তার স্ত্রী পঞ্চম বার বিয়ে করতে চলেছেন। সেই কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

জানা গেছে, আত্মহত্যা করার আগে নিজের একটি ভিডিও করে সমাজমাধ্যমে পোস্ট করেন সুনীল।

তবে আত্মহত্যার নেপথ্যকারণ আসলে কী তা জানতে এখনও তদন্ত করছে পুলিশ।