বিয়ে করলেন অর্ষা

বিনোদন প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৪, ১২:৪১
শেয়ার :
বিয়ে করলেন অর্ষা

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বর অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ইতিমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে অর্ষা লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। অফিসিয়ালি ম্যারিড।’

বিয়েব খবর জানতে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, ‘গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু, আমাদের বোঝাপড়াটা ভালো। এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। সেভাবেই আমাদের বিয়েটা হলো।’


এদিকে, অর্ষা ও ইমরান তাদের বিয়ে দিনটি আপাতত বলতে চান না। তারা জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে সরব তিনি। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও।

অন্যদিকে, মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহনগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আসেন।